Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা

ক্রঃ নং প্রকল্পের নাম

প্রকল্প মূল্য

(লক্ষ টাকা)

বর্তমান অবস্থা

মন্তব্য
১। নড়াইল-ফুলতলা জেলা মহাসড়ককে যথাযথমান ও প্রশস্ততায়  উন্নীতকরন। ১১৭৮৮.৫৭ প্রকল্পের উপর গত ১২-১১-২০১৭ তারিখে পিইসি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক ডিপিপি পুনর্গঠন করে ০৭-০৩-২০১৮খ্রিঃ তারিখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়।  
২। মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কের বাঁকসরলীকরনসহ যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরন। ৪২৭৮৪.১৮

গত ১৪/০১/২০১৮খ্রিঃ তারিখে অভ্যন্তরীন যাচাই কমিটি'র সভা সম্পন্ন হয়েছে। উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্য্যক্রম প্রক্রিয়াধীন।

 
৩। জেলা মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরন প্রকল্প (খুলনা জোন, ২য় পর্যায়)। ৬৪০০.০০

প্রকল্প ২টি সড়ক যথাঃ ১। নড়াইল-কালিয়া জেলা মহাসড়ক (জেড-৭৫০২) এবং ২। লোহাগড়া-ন'হাটা-কালিশংকরপুর-মোহাম্মদপুর জেলা মহাসড়ক (জেড-৭৫০৬) এর ডিপিপি অভ্যন্তরীন যাচাই কমিটিতে উপস্থাপনের কার্য্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

২০১৮-২০১৯ অর্থ বছরে পিএমপি(সড়ক-মেজর) কর্মসূচীর প্রস্তাবের ছক

ক্রঃ নং মহাসড়কের নাম

মহাসড়কের চেইনেজ

(শুরু এবং শেষের স্থানীয় নামসহ)

দৈর্ঘ্য (কিঃমিঃ) সম্ভাব্য প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়) কাজের ধরণ
১। মাগুরা-নড়াইল (আর-৭২০) আঞ্চলিক মহাসড়ক। চেইঃ ৩১ + ০০০মিঃ (মনোখালী) হতে ৩৫+০০০মিঃ = ৪০০০.০০মিঃ, চেইঃ ৩৯ + ৩০০ হতে ৪১ + ৬২০মিঃ = ২৩২০.০০মিঃ এবং চেইঃ ৪২ + ৭৯০ হতে ৪৫ + ৫০০মিঃ (দূর্গাপুর) = ২৭১০.০০০মিঃ। ৯.০৩ ১২০২.৫৪ মজবুতীকরন ও মেরামতসহ Dense Bituminous Surfacing (DBS), Base Course & Wearing Course কাজ।
২।

ভাটিয়াপাড়া-কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর (এন-৮০৬) জাতীয় মহাসড়ক এবং

নড়াইল শহর বাইপাস (জেড-৭৫০৫) জেলা মহাসড়ক।

চেইঃ ২৫+৩৭৩ (এলআরপিএস, ০২১, গোহাটখোলা মোড়) হতে ৩৪+৬২১মিঃ (এলআরপি ০৩৩, ভাঙ্গুরা) = ৯২৪৮.০০ মিঃ এবং

চেইঃ ০+০০০ (এলআরপিএস, সীমাখালী মোড়) হতে চেইঃ ৩+৮০০মিঃ (এলআরপিএস, ধোপাখোলা মোড়) = ৩৮০০.০০মিঃ।
১৩.০৪৮ ১০২৪.১৩ Dense Bituminous Surfacing (DBS), Base Course & Wearing Course কাজ।