Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নড়াইল সড়ক বিভাগের পটভূমি

পটভূমি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন  সড়ক  ও  জনপথ  অধিদপ্তর  এর  খুলনা  জোনের  যশোর সার্কেল এর অধীন নড়াইল সড়ক বিভাগ ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। অত্র সড়ক বিভাগের অধীন একটি সড়ক উপ-বিভাগীয় অফিস এবং ৩টি শাখা অফিস রয়েছে। সড়ক বিভাগের অধীনে দুইটি প্রথম শ্রেণীর কর্মকর্তা ও পাঁচটি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদসহ মোট ৫৩টি পদ রয়েছে। সড়ক বিভাগের  আওতায় মোট ১৮৪.০০ কিলোমিটার সড়ক আছে। এর মধ্যে জাতীয়  মহাসড়ক = ৩০.০০ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক = ১৬.০০ কিলোমিটার এবং জেলা মহাসড়ক = ১৩৮.০০ কিলোমিটার। নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে নবগঙ্গা নদীতে একটি ফেরী সার্ভিস  চালু রয়েছে। এছাড়া লোহাগড়া বাজার-নড়াগাতী জেলা মহাসড়কের মহাজন নামক স্থানে পারাপারের জন্য ফেরীঘাট স্থাপনের কার্য্যক্রম প্রক্রিয়াধীন আছে।

নড়াইল একটি জেলা শহর। ১৯৮৪ সালে ১মার্চ তৎকালীন মহকুমা হতে জেলা হিসাবে মর্যাদা লাভ করে। নড়াইল জেলার আয়তন ৯৭৬ বর্গকিলোমিটার এবং লোক সংখ্যা ৬,৫৯,৬৮১ জন। নড়াইল জেলায় ৩টি উপজেলা ও ৪টি থানা রয়েছে। নড়াইলকে নদী সমৃদ্ধ অঞ্চল বলা যায়। এ জেলার উপর দিয়ে চিত্রা, মধুমতী, কাজলা, নবগঙ্গা, কালীগঙ্গা ইত্যাদি নদী বহমান। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, বিশিষ্ট চিত্র শিল্পী এস,এম সুলতান, বিখ্যাত কবিয়াল বিজয় সরকার এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে ৯৪, নড়াইল-২ এর মাননীয় সংসদ সদস্য জনাব মাশরাফি বিন মূর্তজা সহ বহু গুণীজনের জনমস্থান এই নড়াইল।